সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে আঃলীগের ৩জন বিজয়ী ১ইউনিয়নে ফলাফল স্থগিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্রগ্রামের সীতাকুণ্ডে বিজয়ী হয়েছেন তিন নৌকার মাঝি। তবে ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে দুটি কেন্দ্র ব্যালেট পেপার ছিনতাইয়ের অভিযোগে স্থগিত করা হয়েছে ফলাফল। উপজেলার ৯টি ইউনিয়নের একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বদ্ধীতায় ৫জন চেয়ারম্যান নিবার্চিত হয়েছিলেন আগেই। বৃহস্পতিবার (১১নভেম্বর) দিনভর ভোট শেষে সব স্বতন্ত্র প্রার্থীরা আঃলীগের দলীয় নৌকার মার্কার প্রার্থীর কাছে হেরে যান। উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে আঃলীগের মনোনীত নৌকার একক প্রার্থী আলহাজ্ব রেহান উদ্দীন পেয়েছেন ১২৫৬৫ ভোট।উনার নিকটতম প্রতিদ্বদ্ধী পেয়েছেন সাবেক ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু জাফর পেয়েছেন ২১৫৩ ভোট। ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী পেয়েছেন ৯৭৫৪ ভোট, উনার নিকটতম প্রতিদ্বদ্ধী জাতীয় পাটির মনোনীত প্রার্থী মোঃ বেলাল পেয়েছেন ৬৯০৮ ভোট। ১০ নং সলিমপুর ইউনিয়নে আঃলীগের নৌকার মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন আজীজ পেয়েছেন ১৮২৪১ ভোট,উনার নিকটতম প্রতিদ্বদ্ধী পেয়েছেন সাবেক মেম্বার ও আঃলীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম গফুর পেয়েছেন ৩১৭১ ভোট।

এছাড়া দুটি কেন্দ্র স্থগিতকৃত বাঁশবাড়িয়ার ৭টি ওয়ার্ডে আঃলীগের মনোনীত নৌকার প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর পেয়েছেন ৬০২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্ধী স্বতন্ত্র প্রার্থী আঃলীগের আরিফুল আলম চৌধুরী রাজু পেয়েছেন ২৯৯৭ ভোট। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন জানান, উপজেলার ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে ৫টি ইউনিয়নে আগে বিনা প্রতিদ্বদ্ধীতায় চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।৪টি ইউনিয়নে চেয়ারম্যানদের ভোট অনুষ্ঠিত হয়েছে। ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে এবং ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে ও ১০নং সলিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় কেন্দ্র ২টিতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুনঃ