যশোরে মোটরসাইকেল-সহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
বিশেষ প্রতিনিধিঃ
যশোরে কোতোয়ালি ও অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ২টি চোরাই মটর সাইকেল উদ্ধার করে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গত ১৩ ও ১৪ নভেম্বর কোতয়ালী ও অভয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি টীম গত ১৩ নভেম্বর রাত ৮ টার সময় চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেল-সহ এক আসামীকে গ্রেফতার করে, গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর ভোর ৪ টায় অভয়নগর থানা ও কোতয়ালি থানার বসুন্ধিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে আরও পাঁচ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, অভয়নগর উপজেলার লক্ষীপুর এলাকার মোঃ ইশারত সরদারের পুত্র আরিফুল ইসলাম (২২), একই এলাকার কাউসার শেখের পুত্র হেলাল শেখ (২২), ধোপাদী এলাকার হাসান গাজীর পুত্র শিমুল গাজী (২১), হাকিম গাজীর পুত্র শিমুল গাজী (৩৪) পাঁচ কবর এলাকার মৃত আবুল হোসেন ওরফে আবুল ভ্যন্ডারের পুত্র ফিরোজ হোসেন মোল্লা (২৫), কোতোয়ালি থানা এলাকার বসুন্ধিয়া জঙ্গলবাঁধাল এলাকার মৃত আঃ ওহাবের পুত্র হাসান আকন(২৩)। ১৪ সেপ্টেম্বর চোর চক্রের ৬ সদস্যকে আটক ও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্লু ও লাল কালারের দুটি (টিভিএস আরটিআর ১৬০সিসি) মটরসাইকেল উদ্ধারের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানান, এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ৪০ তাং- ১৪/১১/২০২১ ইং।

নিউজটি শেয়ার করুনঃ