আ্যম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন এক মা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সেই কন্যা সন্তান প্রসব করলেন সাজেদা আক্তার (২৬) নামে এক মা। রবিবার (১৪নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্সে বাচ্চাটি প্রসব হয়। সাজেদা আক্তার ফেনীর আরসাদিয়া এলাকার মোঃ ইব্রাহিমের স্ত্রী। সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন জানান, সকালে সংকটাপন্ন অবস্থায় ফেনীর একটি হাসপাতাল থেকে সাজেদা আক্তার নামে গর্ভবতী ঐ নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পথিমধ্যে মায়ের অবস্থা খারাপ হতে থাকায় প্রসূতি মাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

এসময় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে গাড়িতে ঝুঁকিপূর্ণ ডেলিভারি রোগীর প্রসব সম্পাদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডাঃ উম্মে হানি, এস এ সি এম ও শীপন, মিডওয়াইফ রাফিন, এস, এস, এন নার্সিং সুপারভাইজার হোসনে আরা বেগম, আয়া নুর জাহান। অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও মাকে নিয়ে যাওয়া হয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটি সুস্থ্য হলেও মায়ের অবস্থা খারাপ বলে জানান ডাঃ নুরউদ্দিন।

নিউজটি শেয়ার করুনঃ