চট্টগ্রামে মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ ২০২১ শুরু হচ্ছে
ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ ২০২১আরম্ভের প্রাক্কালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় ও জাতীয় পত্রিকা সমূহের সম্মানিত সাংবাদিকবৃন্দ, ফটো সাংবাদিকবৃন্দ, সিজেকেএস কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, হকি কমিটির কর্মকর্তা, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ এবং অংশগ্রহণকারী দল সমূহের প্রতিনিধিগণ।

আগামী ২০ নভেম্বর ২০২১ হতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ ২০২১ শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম.নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন। এ লিগে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে লটারীর মাধ্যমে নিন্মুক্তভাবে ৪ গ্রুপে গ্রপিং করা হয়। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি, গ্রুপ-ডি। (গ্রুপ-এ) ব্রাদার্স ইউনিয়ন, বাকলিয়া একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), হালিশহর মুক্ত বিহঙ্গ। (গ্রুপ-বি) পাথরঘাটা দূর্বারসাংস্কৃতিক গোষ্ঠী, স্টার ক্লাব, বক্সিরহাট ইয়ং ম্যানস ক্লাব, শতদল জুনিয়র। (গ্রুপ-সি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম), চট্টগ্রাম আবাহনী লিঃ কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব, মাদারবাড়ী উদয়ন সংঘ। (গ্রুপ-ডি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), ইউনাইটেডস্পোর্টিং ক্লাব। সকল খেলা সিজেকেএস হকি লিগ পরিচালনা উপবিধি-২০২১ মোতাবেক পরিচালিত হবে। নির্ধারিত ১৪টি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ লিগ ভিত্তিতে ১ম পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিগ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী ১টি করে মোট ৪টি দল সুপার ফোর পর্বেসুপারউত্তীর্ণ হবে। সুপার ফোর পর্বের খেলা ‘সরাসরি লিগ‘ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফোরপর্বের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ‘চ্যাম্পিয়ন’ ও ২য় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল ‘রানারআপ’ বলে ঘোষণা করা হবে। এ লিগে মোট ২৭টি খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতীয় দলের চট্টগ্রাম বিভাগের হকি খেলোয়াড় এবারের লীগে বিভিন্ন দলের পক্ষে অংশগ্রহণ করছেন। প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়দের ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করা হবে। চ্যাম্পিয়ন, রানার্স আপ দলকে ও খেলোয়াড়দেরকে ট্রফি ও মেডেল প্রদান করা হবে। ৩য় স্থান ও ৪র্থ স্থান অর্জনকারী দলকে ট্রফি প্রদান করা হবে। এছাড়া লীগের সুশৃঙ্খল দলকে, লীগেরসেরা খেলোয়াড়, সেরা গোল রক্ষক এবং লীগের সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি প্রদান করা হবে। এলীগের বাজেট নির্ধারণ করা হয়েছে সর্বমোট ২,১২,০০০/- (দুই লক্ষ বার হাজার) টাকা। মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দুই দিন ব্যাপি হকিরিপ্রেশার্স কোর্সের ব্যবস্থা করা হয়েছে এতে স্থানীয় ১৫ জন আম্পায়ার অংশগ্রহন করছে। একোর্সের আম্পায়ারদের প্রশিক্ষণ দিচ্ছেন শাহবাজ আমমেদ।

নিউজটি শেয়ার করুনঃ