নাগরিক দূর্ভোগ ও দুর্দীন বিবেচনায় টমটম-ইজিবাক চলতে দেওয়ার অনুরোধ
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনায় নগরীর পতেঙ্গা-ইপিজেড এলাকার অলি-গলিতে টমটম-ইজিবাক চলতে দেওয়ার অনুরোধ জানিয়ে মানববন্ধন ও সমাবেশে করেছে পতেঙ্গাস্থ টমটম-ইজিবাক মালিক, শ্রমিক ঐক্য পরিষদ নামে একটি সংগঠন। ১৭নভেম্বর, বুধবার দুপুরে ১৫নং ঘাটস্থ এলাকায় কমিটির সভাপতিত্বে মোঃ আবু তাহেরের সভাপতিত্বে উক্ত সভাতে মালিক-শ্রমিকদের দূরাবস্থা কথা বিবেচনা করে হলেও এবং দ্রব্য মূল্যের এ দূর্দিনে অলি-গলিতে টমটম-ইজিবাইক চালিয়ে সংসার নির্বাহ করতে প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আঃলীগ নেতা ওয়াহিদুল আলম মাস্টার, যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, মোঃ জয়নাল, সংগঠনের সাঃসম্পাদক মোঃ খলিল, দেলোয়ার হোসেন, জামাল হোসেন, আরাফাত সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, পতেঙ্গা- ইপিজেড জোনের বর্তমান টিআই (ট্রাফিক) এর কারণে এলাকার অলি-গলিতে টমটম-ইজিবাক চালাতে পারছেন না এবং কোথাও রাখলেও পুলিশ দিয়ে-কিছু লোক দিয়ে গ্যারেজ, বাড়ীর উঠান থেকে তাদের ক্রয়কৃত গাড়ী জব্দের গুরুতর অভিযোগ করেন।

তারা আরো বলেন, আইনে মূলসড়ক বা হাইওয়ে রোডে এসব গাড়ী না চালাতে বললে ও পুলিশ মোটা অংকের উৎকোচ দাবি দিয়ে টমটম-ইজিবাক চালাতে বাধাঁ এবং সাড়ে ৭শত টাকার জরিমানা ৮-১০হাজার হাতিয়ে নিচ্ছেন। এই প্রসঙ্গে ডিসি ট্রাফিক (বন্দর জোন) কর্মকর্তা মিসেস শাকিলা বলেন, কোর্টের রায়ে এসব গাড়ী বন্ধের নির্দেশ বাস্তোবায়ন করেছে পুলিশ। তবে বাড়ী উঠান বা গ্যারেজ থেকে গাড়ী জব্দের বিষয়টি তিনি জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। অলি-গলিতে টমটম-ইজিবাক চালাতে স্থানীয় প্রশাসনের কোন আপত্তি কিংবা জনগণের ক্ষতি না হলে কিছু চালক-শ্রমিকরা উপকৃত হলে আমি উচ্চ প্রশাসন কে অবগত করব। যাই বলুন, সরকারীভাবে নিষিদ্ধ থাকলে আমাদের কিচু্ করার থাকে না। এদিকে কিছু বাস-মিনিবাস, পরিবহণ নেতা যোগ সাজসের ইন্দনে ও বর্তমান টিআই (ট্রাফিক) এর কারণে এলাকার অলি-গলিতে টমটম-ইজিবাইক চালাতে দিচ্ছেন বরে জোর দাবি করে বলে সংগঠনের একাধিক নেতার দাবি।

নিউজটি শেয়ার করুনঃ