হে নিস্তব্ধ নিরাকার
প্রদীপদত্ত
হে নিরাকার স্বয়ম্ভু
অতিন্দ্রীয় তুমি
মিছেই ভয় আর লোভে
রাখ মত্ত আমারে।
তোমার অবারিত দ্বারে
হত্তে দিয়ে পড়ে থাকতে বল
স্বর্গের শোডাউন দিয়ে
ও স্বর্গে কে গেছে কবে
আমি জানব কি করে।
আমার লাগান গাছে
টক বরই ধরেছে ওটাকে
মেরে ফেলনা বর্জঘাত করে
ওকে মেরে ফেলনা হিংসে করে।
ভেঙে ফেলনা শ্রমিকের ঘামে তৈরি ইমারত।আমি নতজানু হয়ে দিনরাত
তোমার উপাসনায় খুশি তুমি গদগদে
হও আমার শ্রদ্ধা ভক্তি দেখে।
তুমি চাও সবকাজ বাদ দিয়ে
পড়ে থাকি তোমার পাথুরে মুর্তি নিয়ে।
ফুল,ফল যা যা ভাল সব আছে
সেসবের নৈবদ্য যেন তোমার
চরণ তলে করি সমর্পন
আসলে এতোদিনে বুঝেছি
দেখেছি তোমার লোভের চোখ
তুমিও আসলে আর দশজনেরই মত।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ