অভয়নগরে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি’র অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে মাদ্রাসায় অনুপস্থিত থেকে ব্যাক্তিগত কাজ ও হাজিরা খাতায় পূর্বের অনুপস্থিতের ঘরে সাক্ষর করে নিজেকে উপস্থিত দেখানো-সহ একাধিক দুর্নীতি’র কথা তুলে ধরে নাউলী গোপীনাথপুর মিলনী দাখিম মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রশিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর ১৭ নভেম্বর (বুধবার) লিখিত অভিযোগ দিয়েছে একই মাদ্রাসার দাতা সদস্য এস এম ফজলুল বারী।

অভিযোগ সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২১ পর্যন্ত সে মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। ১৬ নভেম্বর তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে ১৬ দিনের সাক্ষর একসাথে করেন। এবং দুপুর ২ টা পর্যন্ত মাদ্রাসা পরিচালনা করার কথা থাকলেও তিনি প্রতিনিয়ত ১ টা পর্যন্ত খোলা রাখেন। বিভিন্ন সময়ে তিনি ইউএনও, ইউএসইও, ডিইও অফিসে কাজের কথা বলে মাদ্রাসায় না এসে নিজের ব্যাক্তিগত কাজে ব্যস্ত থাকেন। গত ৩১ আগস্ট মাদ্রাসা ম্যানিজিং কমিটির মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করেন নাই। সুপার সাহেবের অনুপস্থিতিতে মাদ্রাসার কোমল মতি শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। ফলে অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। সুপার সাহেবের স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে বলেও অভিযোগে বলা হয়েছে। এ বিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ