নওগাঁর আত্রাইয়ে কদ বেল বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন মিলন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে কদ বেল বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন মিলন হোসেন। নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত্যু মুনজিলা প্রাং এর চতুর্থ ছেলে মোঃ মিলন হোসেন। সে এলাকার বিভিন্ন জায়গা থেকে বাগান হতে কদ বেল কিনেন৷ পাকার পরে গাছ থেকে কদ বেল গাছ হতে নামিয়ে সেই কদ বেল বিভিন্ন বাজারে বিক্রয় করে নিজের বেকারত্ব দূর করেন পাশাপাশি আর্থিকভাবে স্বচ্ছল হয়েছেন তিনি। তার দেখাদেখি অনেকেই এখন কদ বেল বিক্রয় করা শুরু করছেন৷

জানাযায় তার এক সময়ে খুব কষ্টে তাদের সংসার চলত ছেলে মেয়েদের লেখা পড়া করাতে অনেক কষ্ট হয়ে যেত বর্তমানে সেই মিলন হোসেন বেল বিক্রয় করে স্বাবলম্বী হয়েছেন৷ তিনি বলেন আমি এখন মাত্র এই কয়েক মাসে কদ বেল ব্যবসায় আমার সংসারে সচ্ছলতা ফিরে পিয়েছি ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি৷ বর্তমানে আমি এই ব্যবসার ফলে আমার ছেলে ও মেয়েদের লেখাপড়া করাতে আর কোনো সমস্য হচ্ছে না পাশাপাশি আমি আমার ভাই ও ভাতিজাদের কেউ আর্থিক ভাবে দেখার চেষ্টা করতেছি৷

নিউজটি শেয়ার করুনঃ