র‌্যাবের অভিযানে সীতাকুণ্ডের গণধর্ষণ মামলার এক আসামী গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ডে গণধর্ষণ মামলার এক আসামীকে চট্রগ্রামের চান্দগাঁও থানার টেক বাজারপোল এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৭চট্রগ্রাম। আটককৃত এ আসামীর নাম মোঃ ইব্রাহিমকে (৪০)। তিনি সীতাকুণ্ড থানার মাহমুদাবাদ চৌধুরীপাড়া এলাকার মোঃ দেলোয়ারের পুত্র বুধবার (১৭নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭চট্রগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।তিনি জানান, গত ১৫ জুলাই সীতাকুণ্ডের এক তরুণীকে আসামী মোঃ খোকন (২৮), মোঃ ইব্রাহীম (৪০), মোঃ সাগর (২৩) এবং মোঃ মুন্না (২০) বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাঃ লায়লা বেগম (৪০) বাদী হয়ে গত ৫ অক্টোবর চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা নম্বর- ৩৩/৩৫৮। গোপন তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার টেক বাজারপোল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে ইব্রাহিমকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন ও অপর সহযোগীরা বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করেছেন বলে জানান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ