তারণ্য আয়োজিত ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর বন্দরথানাধীন ৩৮নং ওয়ার্ডের কলসী দিঘীপাড়স্থ স্বেচ্ছাসেবী সংগঠন তারণ্য আয়োজিত ঈদে মিলাদন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশ্মান মিলাদ মাহফিল ১৮ নভেম্বর বৃহস্পতিবার বাদে এশা অনুষ্ঠিত হয়। তারণ্য আয়োজিত ঈদে মিলাদন্নবী (সাঃ) মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ নুরুল কবির রাসেদের সভাপতিত্বে ও সাঃসম্পাদক মোঃ সালাউদ্দিন সাদ্দামের সঞ্চালনায় মিলাদুন্নবী(সাঃ) মাহফিল ও আলোচনা সভায় প্রধান মেহমানের তকরিব পেশ করেন ঢাকাস্থ রেলওয়ে জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী সুবক্তা আল্লামা মাওলানা মুঃ মোস্তফা আল রহিম আলহাজারী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন আল-মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ শফিউল আলম, সম্মানিত অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন ৩৮নং ওয়ার্ড আঃলীগ সহ-সভাপতি ও তারণ্যর উপদেষ্টা হাজি মোঃ আবু নাছের।

অন্যান্যর মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন তারণ্যর এন্তেজামিয়া কমিটিরমোঃ সাকিল, মোঃ আসিফ, মোঃ মানিক, মোঃ টুটুল, মোঃ পারভেজ, মোঃ মফিজ, মোঃ রানা, মোঃ রকিব ও মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আল্লামা মাওঃ মোস্তফা রহিম আলহাজারী বলেন, ইসলাম সর্বদা শান্তি ও কল্যাণের কথা বলে। বিশ্বময় জগতে ইসলামের জান্ডা-পতাকা উড়াতে সুন্নিয়ত আর্দশের অনুসারীদের সু-দৃঢ় ঐক্যর কোন বিকল্প নাই। নবী করিম(সাঃ) এর আর্দশিক পথ কঠিন হলে শান্তি আসবেই। পরিশেষে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত এবং তবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ