অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে সব ধরণের সার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সব ধরণের সার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। চট্রগ্রামের সীতাকুণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষকদের অভিযোগ সরকার কৃষক পর্যায়ে ইউরিয়ার দাম ১৬টাকা, টিএসপির দাম ২২টাকা ও এমপির (মিউরিয়েট অব পটাশ) এর দাম ১৫টাকা নির্ধারণ করলেও নির্ধারিত মূল্যে কোন ডিলার কিংবা সাব ডিলার (খুচরা বিক্রেতা) সার বিক্রি করছেন না। ১৬টাকার ইউরিয়া ২/৩ জন খুচরা বিক্রেতা ১৮টাকা বিক্রি করলেও বেশির ভাগ ডিলার বিক্রি করছেন ২০টাকা দামে। এছাড়া ২২টাকার পরিবর্তে টিএসপি বিক্রি করছেন ২৭হতে ৩০টাকা ও পটাশের মূল্য নির্ধারিত ১৫টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ১৮হতে ২২টাকা দামে। খুচরা বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার বাধ্যবাধকতা থাকলেও রাখেন না কেউই। অন্য দিকে ডিলারদের অভিযোগ চাহিদা অনুযায়ী সরকার থেকে তারা সার পাচ্ছেন না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সরকারী তালিকাভুক্ত সারের ডিলার আছে প্রত্যেক ইউনিয়নে ১জন আর তার অধীনে প্রত্যেক ওয়ার্ডে সাব ডিলার বা খুচরা বিক্রেতা আছে ১জন করে।অর্থাৎ প্রত্যেক ইউনিয়নে সর্বমোট বিক্রেতার সংখ্যা ১০জন। ইউনিয়ন পর্যায়ের ডিলাররা চট্রগ্রামের আনোয়ারায় অবস্থিত বিসিআইসি সার কারখানা থেকে সার উওোলন করে সাব ডিলারদের মাঝে বিতরণ করেন।

সার উওোলনের রসিদ ও কৃষকদের মাঝে সার বিক্রির রসিদ উপজেলা কৃষি অফিসে জমা দেওয়ার কথা থাকলেও ডিলাররা জমা করেন না। সারের দাম বেশি বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক সীতাকুণ্ডের এক জন ডিলার বলেন, ৫০কেজি বস্তার মধ্যে সার পাওয়া যায় ৩৫/৪৬কেজি। এছাড়া গাড়ি ভাড়া ভেড়ে গেছে।সরকারী ভাবে কোন মাল সঠিক সময়ে পাওয়া যায় না। মাসের ১তারিখে ডিউ কাটলেও ২০/২৫ দিনেও মাল দেয় না। চাহিদানুযায়ী কোন ডিলার সার পায় না। ফলে বেশি মূল্যে সার বিক্রি করতে হচ্ছে। এক ডিলারকে বিসিআইসির পক্ষ থেকে মাত্র সার দেওয়া হয় ৪২ বস্তা যা একেবারেই অপ্রতুল্য।কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ জানান, সরকার নির্ধারিত দামে সার বিক্রির জন্য সব ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ যেসব ডিলারের বিরুদ্ধে পাওয়া যাবে তাদের লাইসেন্স বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। তাছাড়া প্রত্যেক খুচরা বিক্রেতার দোকানে বাধ্যতামূলক ভাবে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ