চট্টগ্রামে মুজিব বর্ষ হকি লীগে ব্রাদার্স ইউনিয়নের দূরন্ত সূচনা
চট্টগ্রামে মুজিব বর্ষ হকি লীগে ব্রাদার্স ইউনিয়নের দূরন্ত সূচনা
ক্রীড়া প্রতিবেদকঃ
মুজিব বর্ষ সিজেকেএস প্রথম বিভাগ হকি লীগ গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। এই উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৬-০ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। সম্প্রতি সদ্য শেষ হওয়া প্রিমিয়ার ফুটবলে নতুন চ্যাম্পিয়ন এবার হকি লীগে বেশ দূরন্ত সূচনা করলো। বিকেলে বেলুন উড়িয়ে হকি লীগ-২০২১এর শুভ সুচনা করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাঃসম্পাদক আলহাজ্ব আ,জ,ম নাছির উদ্দিন।
এসময় ক্রীড়া সংগঠক আলী আব্বাস, সিজেকেএস অতিরিক্ত সাঃসম্পাদক সৈয়দ শাহাবু্দ্দীন শামীম, সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, হকি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কেন্দ্রিয় হকি সম্পাদক (ঢাকা) ও সিজেকেএস নির্বাহী সদস্য মোঃ ইউসুপ সহ সিজেকেএস নির্বাহী সদস্য, কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৬-০ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে হারিয়ে লীগের দূরন্ত সূচনা করেন।