জয়পুরহাটে বসত বাড়ি থেকে গাজা উদ্ধারসহ গ্রেফতার এক
জয়পুরহাটে বসত বাড়ি থেকে গাজা উদ্ধারসহ গ্রেফতার এক
বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ৮ (আট) কেজি শুকনা গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অদ্য ২১-১১-২০২১ রবিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামের একটি বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য শুকনা গাজা নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করছে।
এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোঃ শাহিনুর (৩৪) কে আটক করে, তাৎক্ষনিক বাড়িতে তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচ হতে ৮ (আট) কেজি শুকনা গাজা উদ্ধারসহ মোঃ শাহিনুর (৩৪), পিতা-সোহরাব আলী, গ্রাম-চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে জয়পুরহাট ডিবি পুলিশ।