বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সবাই স্বাধীনভাবে বাস করবে সীতাকুণ্ডে মন্ত্রী হাসান মাহমুদ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাতীর্থে অবস্থিত শঙ্করমঠ ও মিশনের শতবর্ষে উদযাপন উপলক্ষ্যে ১৬ ই নভেম্বর থেকে ৮ দিন ব্যাপী শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির উদ্বোধন, শিব প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেক, আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের ১৫০ তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৩ তম এবং শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬ তম শুভ আবির্ভাব দিবস ও অখণ্ড গীতাপাঠের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানমালার ৫ম দিনে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০নভেম্বর) বিকালে অনুষ্ঠিত উক্ত যুব সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ। এসময় তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই স্বাধীনভাবে বাস করবে। এ লক্ষ নিয়েই দেশ স্বাধীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার এ দেশ সবার। কিন্তু দুর্গা পূজায় দেশের ৮/১০টি মন্দিরে হামলা হল, বাড়ি ঘরে হামলা করল।সেই সাত সমুদ্র দূরের লন্ডনে বসে এ হামলার পরিকল্পনা করা হয়েছিল। চট্টগ্রামের জেএম সেন হলের ব্যানার ছেড়া হলো, আমি সাথে সাথে ঢাকা থেকে চট্টগ্রামে এসে সেখানে ছুটে এসেছি।

পীরগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাঙচুর হলো আমি পরদিনই সেখানে ছুটে গিয়েছি। সরকার এসব হামলাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করেছে।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমৎ স্বামী স্বরসতী গিরি মহারাজ। এতে বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, পৌর কাউন্সিলর শফিউল আলম মুরাদ প্রমুখ। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলায় পাকিস্তানী পতাকা উড়ানো প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা দেশের মাটিতে খেলার মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা উড়াচ্ছে কিংবা যারা পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করছে তারা স্বাধীনতা বিরোধীদের বংশধর। ওদের পূর্বপুরুষরা এ দেশের স্বাধীনতা চায়নি। এদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ