হোম
অপরাধ অর্থনীতি আইন-আদালত খাদ্য ও পুষ্টি সারাদেশ ঢাকা গাজীপুর গাজীপুর সদর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য
বিভিন্ন বেকারীতে র্যাবের অভিযান
প্রকাশঃ ২১ নভেম্বর ২০২১ | ৩:২৪
বিভিন্ন বেকারীতে র্যাবের অভিযান
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান, করমতলা এলাকায় বিভিন্ন বেকারীতে র্যাব -১ ও বিএসটিআই এর পক্ষ থেকে মোবাইল কোর্ট আজ রবিবার পরিচালনা করা হয়েছে।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে করমতলা এলাকার বাছির শাহ্ বেকারীকে ৬০,০০০/- নিউ আনন্দ বেকারীকে ৫০,০০০/- মাজুখান এলাকায় অবস্থিত সততা বেকারীকে ৭৫,০০০/- টাকা তেপান্তর বেকারীকে ৪০,০০০/- টাকা বিএসটিআই এর অনুমতি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করার অপরাধে মোট ২,২৫০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব-১ এর আওতাধীন পূর্বাচল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার পারভেজ রানা তিনি বলেন ভেজাল বিরোধী এই অভিযান চলমান থাকবে।