হত্যা মামলায় ছেলের ফাঁসি বাবাসহ দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ
নড়াইল জেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামে হত্যা মামলায় ১ জনের ফাঁসি এবং ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ নভেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো.মশিয়ার রহমান। দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হলেন আলমগীর ভূঁইয়া এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নড়াগাতি থানার কালিনগর গ্রামের ছায়েন উদ্দিন ভূঁইয়ার ছেলে আলমগীর ভূঁইয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, নড়াগাতি থানার কালিনগর গ্রামের মৃত ফাজেলা ভূঁইয়ার ছেলে ও ফাঁসির আসামী আলমগীরের বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়া এবং আলমগীরের অপর দুই ভাই হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ২০ হাজার টাকা জরিমনা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ