প্রেম তরী
প্রদীপ দত্ত
অনেকদিন পর দেখা হয়েছিল
সেবার যখন দেখা হয়েছিল
তখন কি মাস ছিল মনে নেই
তবে বাতাসের উন্মত্ততা ছিল
উন্মত্ত ছিলাম আমিও।
সুইপার পট্টিগুলো 
আমাকে চিনিয়েছে
জীবনে বেঁচে থাকার স্বপ্ন
ওরাই চিনিয়েছে আমাকে
সগোত্রে ভালও বেসেছে
ভুলতে পেরেছি তোমাকে।
ওসব অলি গলি ঘুপচি
বেয়ে হেটে চলা রাতগুলোতে
তোমার কোন অস্তিত্ব ছিলনা
তখন রাস্তাঘাট চিনতাম না।
তোমার দাঁতের ফাকে আটকে
থাকা বিষগুলো দানাবেধে
নীলমণির মত রঙ ধরেছিল
আমিও দংশিত হয়ে ছটফট
করেছি বহুদিন।
পাইনি কোন ভালবাসার
এন্টিভেনাম-তোমার 
এরপর হৃদয়ে পচন ধরে
ফাটল ধরে অনাবাদি সম্পর্কের।
ভালবাসার নৌকার আলকাতরা
চটে চুইয়ে চুইয়ে ঢুকে পড়েছে
সন্দেহের বেনো জল-
ডুবে গেছে প্রেম তরী
এই তো ফলাফল।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ