হেমন্ত বাতাস বাতায়নে
প্রদীপ দত্ত 
রাতের বাতাসে তোমার স্মৃতিময় গন্ধ গুলো গন্তব্য খোঁজে এলোমেলো ভালবাসায়।
বাতাসের দাগটানা রেখা বেয়ে চলে অনন্তে অদূরে দাড়ানো সূর্য তার মত বয়ে চলে তোমার 
চুলের ডগা বেয়ে।
ভোরবেলা হেমন্ত বাতাস বাতায়নে দাড়িয়ে
এক মূহুর্তের জন্য শিষ দেয় দোয়েল
দুরন্ত রৌদ্রুর শুধু দুষ্টামি হাসি হাসে
জীবনের গাল বেয়ে নামে
বিষাক্ত কেউটে।
নদীর ভেজা পাড়ে দাড়িয়ে
থাকে নব বধু কল্পনার জল 
গড়িয়ে পড়ে এপাড় ভাঙে ওপারের কোলে
রাতভর ঢেউগুলো গড়াগড়ি করে
গল্পকরে সেসব বয়ে যাওয়া সময়ের।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ