অবৈধ ব্যাটারী রিক্সা বন্ধের রায় কার্যকর সহ ৯ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম শহরে অবৈধ ব্যাটারী চালিত রিক্সা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদ ও চট্টগ্রাম মহানগরী রিক্সা চালক ইউনিয়ন আজ দুপুর ২ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসকের স্টাফ অফিসার মোঃ ওমর ফারুক ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দ অবৈধ ব্যাটারী চালিত রিক্সা বন্ধে উচ্চ আদালতের রায় কার্যকর করার পাশাপাশি চালক মালিকদের ৯ দফা দাবি পূরণের আহ্বান জানান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিক পরিষদের উপদেষ্টা এম.এ কাদের, বাবু টিটু মহাজন, মালিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খুরশিদ কোম্পানী, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোফাজ্জল আহমদ লেদু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোস্তফা, চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ, চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু, মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম কোম্পানী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, চালক ইউনিয়নের দপ্তর সম্পদক মোঃ আব্দুল হাকিম, মোঃ ইমাম হোসেন রাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ