নওগাঁর আত্রাইয়ে ৮ ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলায় ৮টি ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
নওগাঁর আত্রাইয়ে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮টি ইউনিয়নে ভোটগ্রহণের দিন ধার্য্য করেছে কমিশন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছিল প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। আ’লীগ প্রথমে আট ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও অভিযোগের প্রেক্ষিতে হাটকালুপাড়া ইউনিয়নে ঘোষিত নাম স্থগিত করায় ওই ইউনিয়নে নৌকা প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে।

এবার চেয়ারম্যান ৪৭ সংরক্ষিত (নারী) ৯১ এবং সাধারণ (পুরুষ) ৩৩৪ সদস্য তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার শাহ মো. আবুল কালাম আজাদ জানান।
মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীগন হলেন-১. শাহাগোলা ইউনিয়নে সাজেদুর রহমান (স্বতন্ত্র), এসএম মোয়াজ্জেম (স্বতন্ত্র), আব্দুল মান্নান (স্বতন্ত্র), আলা উদ্দিন (স্বতন্ত্র), মোছা: শামসুন নাহার (নৌকা) আহমাদুল্লাহ (হাতপাখা), এসএম মামুনুর রশিদ (স্বতন্ত্র), জয়নুল হক (স্বতন্ত্র), মোছা: রহিমা (স্বতন্ত্র)।
ভোঁপাড়া ইউনিয়নেঃ মো.জান বকস সরদার (স্বতন্ত্র), মঞ্জুরুল আলম মোল্লা (স্বতন্ত্র), বাবলু আকন্দ (স্বতন্ত্র), নাজিম উদ্দিন মন্ডল (নৌকা)। আহসানগঞ্জ ইউনিয়নেঃ সহিদুল ইসলাম (স্বতন্ত্র), শেখ মো. মঞ্জুরুল আলম (স্বতন্ত্র), আক্কাছ আলী প্রামানিক (নৌকা), সোহরাব মোল্লা (হাতপাখা)। পাঁচুপুর ইউনিয়নে মো.খবিরুল ইসলাম (স্বতন্ত্র), নিয়ামত আলী বাবু (স্বতন্ত্র), আফছার প্রামানিক (নৌকা), আল মুক্তার (স্বতন্ত্র), আব্দুল মুমিন (স্বতন্ত্র), সখিমুদ্দিন প্রামানিক (স্বতন্ত্র), ময়েন উদ্দিন আহমদ (স্বতন্ত্র)। বিশা ইউনিয়নেঃ মো. তোফাজ্জল হোসেন খান (স্বতন্ত্র), আসাদুজ্জামান আসাদ (স্বতন্ত্র), মান্নান মোল্লা (নৌকা), শহিদুল ইসলাম (স্বতন্ত্র), ইসমাইল হোসেন (স্বতন্ত্র), আব্দুল জব্বার (স্বতন্ত্র)।মনিয়ারি ইউনিয়নেঃ মো. সম্রাট হোসেন (স্বতন্ত্র), আল্লামা শের-ই বিপ্লব (স্বতন্ত্র), খায়রুল ইসলাম (নৌকা), মাসুম রানা (স্বতন্ত্র), হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা), আব্দুর রাজ্জাক মন্ডল (স্বতন্ত্র)। কালিকাপুর ইউনিয়নেঃ মো. আলা উদ্দিন মন্ডল (স্বতন্ত্র), আলম সরদার (স্বতন্ত্র), নাজমুল হক প্রামানিক (নৌকা), আব্দুল হাকিম সরদার (স্বতন্ত্র), সানোয়ার হোসেন (স্বতন্ত্র)। হাটকালুপাড়া ইউনিয়নেঃ মোঃ এলতাছ উদ্দিন সরকার (স্বতন্ত্র), মোঃ আফজাল হোসেন (স্বতন্ত্র), মোঃ আকরাম হোসেন সরদার (স্বতন্ত্র), মোঃ আব্দুস শুকুর সরদার (স্বতন্ত্র), মো. জহুরুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র) হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। দলীয় প্রতীক ছাড়া বিএনপি (স্বতন্ত্র) জামাত (স্বতন্ত্র) এবং আ’লীগ মনোনয়ন বঞ্চিত (স্বতন্ত্র) হিসেবে তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে এলাকাবাসী জানান।

নিউজটি শেয়ার করুনঃ