মোটরসাইকেল যোগে ছিনতাই করে পরিচয় দেয় ডিবি পুলিশ
কোতোয়ালী থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীতে মোঃ সাইফুর রহমান (৩৭) কেইপিজেড এস কে ডি আউটডোর ইনোভেশনস লিমিটেড গার্মেন্টসে চাকুরি করে। ২৬/১১/২০২১ সকাল অনুমান ০৯.৩০ মিনিটে তার বান্ধবী কে বাগঘোনা এ কে খানের বাংলোর সামনে নামিয়ে দিয়ে সিএনজি যোগে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে ২৬/১১/২০২১ সকাল অনুমান ০৯.৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাম জামে মসজিদের নার্সারীর সামনে রাস্তার উপর এসে পৌঁছালে অজ্ঞাতনামা ১ জন সাদা পোশাকধারী ব্যক্তি যার বয়স অনুমান ৪৭ বছর মোটরসাইকেল নিয়ে সিএনজি’র সামনে দাড়ায়। সিএনজি ড্রাইভার সিএনজি দাড় করালে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে থাকা ০১টি অষ্পষ্ট আইডি কার্ড প্রদর্শন করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে থাকে সিএনজি থেকে নামতে বলে। সে ভীত সন্ত্রস্থ হয়ে সিএনজি থেকে নামামাত্রই সিএনজি ড্রাইভার আতঙ্কিত হয়ে সিএনজি নিয়ে চলে যায়। আসামী নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মারধরের ভয়ভীতি দেখিয়ে মোঃ সাইফুর রহমান (৩৭) এর মানিব্যাগে থাকা নগদ ৮,০০০/- টাকা ও ০১টি Samsung Galaxy Note 5 ছিনিয়ে নিয়ে। আসামী তার ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিঃ নম্বর-চট্টমেট্রো-হ-১৪-৮২৯৩ নিয়ে দ্রুত টান দিয়ে লালখান বাজারের দিকে চলে যায়। বাদী আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে দঃ বিঃ আইনের ১৭০/৩৯২ ধারায় ০১টি মামলা রুজু হয়।

উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই/নয়ন বড়ুয়া মামলার তদন্তকালে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে। গুপ্তচরের দেয়া তথ্যের ভিত্তিতে ও সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ জাহাঙ্গীর আলম এবং এএসআই/মোঃ আজিজুল ইসলাম’র প্রদত্ত তথ্য মতে নুরুল আবছার (৪৭), পিতা-মোঃ নুরুল হক, মাতা-রেহেনা বেগম, স্থায়ী-নোয়াজিশপু, চুকির কাজী বাড়ি, পোঃ নতুনহাট, ১নং ওয়ার্ড, নোয়াজিশপুর ইউ/পি, থানা-রাউজান, জেলা- চট্টগ্রামকে ২৮/১১/২০২১ বেলা অনুমান ১২.০০ টায় কোতোয়ালী থানাধীন ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাম জামে মসজিদের নার্সারীর সামনে হতে গ্রেফতার করে নুরুল আবছারের হেফাজত হতে ছিনতাইকৃত ০১টি Samsung Galaxy Note 5 মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে। নুরুল আবছারকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ০১টি মোটরসাইকেল যোগে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে। আসামী ভয়েস সিটিজি নামক অনলাইন পত্রিকার ফটো জার্নালিস্ট পদের ০১টি প্রেস লেখা আইডি কার্ড প্রদর্শন করার কথা স্বীকার করে। নুরুল আবছার পুনরায় ছিনতাই করার জন্য উক্ত স্থানে আসছে বলেও স্বীকার করে। সে ইতিপূর্বেও, উল্লেখ্য যে, তার বিরুদ্ধে চট্টগ্রাম রাউজান থানায় পেনাল কোড এর ১৭০/৩৮৫ ও বায়েজিদ বোস্তামী থানায় দ্রুত বিচার আইনে এর ৩৯৯/৪০২ ধারায় পৃথক ০২টি মামলা আছে।

নিউজটি শেয়ার করুনঃ