নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” প্রতিপাদ্যে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রতিবদ্ধ হতে দুই দিন ব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজ প্রাঙ্গনে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট রাজিয়া সুলতানা। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রভাষক দ্বীন মোহাম্মদ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির উপস্থিত ছিলেন। মেলায় স্বাস্থ্যবিধি মেনে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে।