নওগাঁর বদলগাছীতে কৃষক চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদল গাছীতে কৃষক চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ১০০ জন কৃষক চাষীদের মধ্যে পাট চাষ ও বীজ উৎপাদন নিয়ে কৃষক চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাহিদ ফেরদৌস এর পরিচালনায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে চাষিদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে৷

সোনালী আঁশের সোনার দেশ এ আমার সুনার বাংলাদেশ উক্ত চাষিদের উন্নত বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসার মোঃ ছামছুল ওয়াদুদ, বি এ আর ডি সি উপপরিচালক এস এম জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান আলী, নওগাঁ পাট উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান ও উপজেলা অন্যান সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ