ঝাউতলা রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দুই দিন না যেতেই কদমতলী রেলক্রসিংয়ে এবার দুর্ঘটনা
ঝাউতলা রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দুই দিন না যেতেই কদমতলী রেলক্রসিংয়ে এবার দুর্ঘটনা
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর ঝাউতলা রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দুই দিন না যেতেই ফের ট্রেন-সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়েছে কদমতলী রেল গেটে। তবে এ ঘটনায় কোন কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (৬ডিসেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কদমতলী রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে কন্ট্রোল অফিস।
পুলিশ জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেল স্টেশনের দিকে আসছিল চবির শাটল ট্রেন। এ সময় নিয়ম না মেনে একটি সিএনজি অটোরিকশা রেললাইনের উপর তুলে দেয়। ঘটনাস্থল থেকে এক পুলিশ সদস্য জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উধাও হয়ে যায় সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীরা। অটোরিকশা চালককে খুঁজছে পুলিশ। রেলওয়ে কন্ট্রোল অফিস থেকে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা বিপরীত পাশ থেকে রেলক্রসিংয়ে ঢুকে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পুলিশের এসআই আবু হানিফ বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। অটোরিকশাটি হালকা ট্রেনের সাথে লেগেছে। আমরা ঘটনাস্থলে ঘটনার পরে উপস্থিত ছিলাম। অটোরিকশা চালকের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি সিএনজি অটোরিকশায় যাত্রী ছিল। তবে আমরা এসে কাউকে পাইনি। চালককে খুঁজছি। প্রসঙ্গতঃ ৪ ডিসেম্বর সকাল চট্টগ্রাম নগরের খুলশী জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। এরা হলেন-পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলাম (৪৫), ডালিয়া কনস্ট্রাকশনের সার্ভিস ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন সোহাগ (২৮) ও পাহাড়তলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সারতাজ উদ্দীন শাহীন (১৯)।