সীতাকুণ্ডে অন্যজনকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নে অন্যজনকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে কামরুল হাসান ফরহাদ (২৪)ও মোঃ আরফাত হোসেন(২১) নিজেরাই ফেঁসে গেছেন। গত শনিবার রাতে কামরুল এর তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে র‌্যাব-৭। র‌্যাব-৭ চট্রগ্রাম এর সহকারী পরিচালক(মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, উপজেলার পূর্ব সৈয়দপুর দুলাল মেম্বারের বাড়ির জৈনক মোঃ আবুল কালামের বসত ঘরের পেছনে কাঠের লাকড়ির স্তুপের ভিতরে মোঃ আরিফ মাদকদ্রব্য সংরক্ষণ করে রেখেছে এমন তথ্যের ভিওিতে র‌্যাব-৭ চট্রগ্রাম এর একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে।উপস্তিত ব্যক্তিদের সামনেই তথ্য প্রদানকারী কামরুল এবং মোঃ আরফাত এর দেখানো মতে উল্লেখিত স্থান থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্রসাদৃশ্য বস্তু, ১রাউন্ড গুলি, ৫টি রাম দা, ১টি কুড়াল, ১টি লোহার রড়, ১টি রকেট প্যারাসুট প্যালারিছ এবং ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তথ্য প্রদানকারী কামরুল এবং মোঃ আরফাত কে উদ্ধারকৃত আলামত সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা প্রথমে এসব অস্ত্র মোঃ আরিফের বলে জানায়। কামরুল এবং আরিফ এর প্রদানকৃত তথ্য সরবরাহসহ তাদের ঘটনা স্থানে উপস্তিতি এবং আলামত সংরক্ষণের সময় পর্যন্ত তাদের গতিবিধি ও আচরণ যথেষ্ট সন্দেহের সৃষ্টি করে। পরে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃত কামরুল উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের জামাল উল্ল্যার পুত্র।অন্যদিকে মোঃ আরফাত একই গ্রামের আজম খানের পুত্র।জিজ্ঞাসাবাদে মোঃ কামরুল জানান, তার প্রতিবেশী মোঃ আরিফ এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে তাদের উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনদের মাধ্যমে ঘটনাটি আপোষ মীমাংসা করলেও উক্ত বিরোধ বিষয়ে আরিফদের প্রতি কামরুলের ক্ষোভ রয়ে যায়। উক্ত ক্ষোভের জের ধরে আরিফকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে কামরুল উদ্ধারকৃত আলামত সংগ্রহ পূর্বক তার বন্ধু মোঃ আরফাতের সহযোগীতায় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে এসব অস্ত্র আরিফদের বসত ঘরের পেছনে লাকড়ির স্তুপের ভেতরে রাখে।পরবর্তীতে কামরুল র‌্যাবকে এবিষয়ে তথ্য প্রদান করে যাতে র‌্যাব আরিফকে ধরে নিয়ে যায়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিওে আটককৃত আসামীদের এবং উদ্ধারকৃত আলামত সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টির সত্যতা স্বীকার করে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক জানান, র‌্যাব কর্তৃক অস্ত্রসহ আটককৃত আসামীদের আমরা বিজ্ঞ আদালতে সোর্পদ করেছি।

নিউজটি শেয়ার করুনঃ