সীতাকুণ্ডে র্যাবের অভিযানে অস্ত্রসহ ২৭ মামলার আসামী গ্রেফতার
সীতাকুণ্ডে র্যাবের অভিযানে অস্ত্রসহ ২৭ মামলার আসামী গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০নং সলিমপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ মামলার দুর্ধর্ষ এক আসামীকে আটক করেছে র্যাব-৭ চট্রগ্রাম। গতকাল রবিবার (৫ ডিসেম্বর) রাতে গোপন সূত্রে নাশকতার খবরে অভিযান পরিচালনা করলে আটক হয় দুর্ধর্ষ এ আসামি। এসময় তার কাছ থেকে পাঁচটি অস্ত্র ও গোলাবারু উদ্ধার করার তথ্য দেন র্যাব।
আটককৃত আসামির নাম কাজী মশিউর রহমানকে (৬১)। সে খুলনা জেলার ফুলতলা থানা পায়গ্রাম এলাকার বাসিন্দা মৃত কাজী গোলাম হাসানের পুত্র।তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ ২৭টি মামলা রয়েছে বলে জানা গেছে।সোমবার (৬ডিসেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক(মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পেয়ে অভিযান চালায় র্যাবের বিশেষ টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে কাজী মশিউর রহমান পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দেশি ও বিদেশি অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ২৭ টি মামলা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।