জঙ্গিবাদমুক্ত সম্প্রীতির বিশ্ব গড়তে আউলিয়ায়ে কেরামের দর্শনের অনুসৃতি প্রয়োজন
হোসেন মিন্টুঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম চাঁন্দগাও আবাসিক মডেল শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহা-এ ইয়াজদাহুম মাহফিল হযরত আবদুল হামিদ শাহ মাজারস্থ এবাদত খানায় শাখার সভাপতি মুহাম্মদ আবুল মনসুর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যক্ষ মওলানা আবদুচ ছবুর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সভাপতি তসকির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মাওলানা আনিসুজ্জামান আলকাদেরী। মাহফিলে বক্তারা বলেন, ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম। তাই ইসলামের নামে সন্ত্রাস ও সহিংতার সুযোগ নেই। জঙ্গিবাদমুক্ত শান্তি সম্প্রীতি ও মানবিক বিশ্ব গড়তে আউলিয়ায়ে কেরামের দর্শনের অনুসৃতি প্রয়োজন। বিশেষ বক্তা ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, কেন্দ্রীয় দাওয়াতে খায়র মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মাওলানা এরশাদ উল্লাহ হামিদি, মহানগর গাউসিয়া কমিটির সহসভাপতি মুহাম্মদ হারুন, আবুল হাসেম।

আবাসিক মডেল শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাগরের সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন সৈয়দ হোসেন সিকদার, আবদুল মনসুর, মুহাম্মদ হাসেম, আবু তাহের, জালাল উদ্দীন মানিক, মাহবুবুল আলম, ইমরান চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর, আবদুর রহমান, মোজাফফর আহমদ, হোসাইন আলী পারভেজ, নেজাবত আলী বাবুল, সাইফুল ইসলাম জামি, সাইফুল ইসলাম হেলাল, আবদুল নবী, আবদুর রহমান, হেলাল হাসান, নজরুল ইসলাম, সোলায়মান পিনু, মোজাফফর আহমদ, হাজি জানে আলম, ছালেহ জহুর, আবদুল হক, নুর মোহাম্মদ, ইস্কান্দর চৌধুরী প্রমুখ। পরে বিশ্ব মানবতার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ