ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সীতাকুণ্ডে ফসলের ব্যাপক ক্ষতি
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত তিন দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে দমকা বাতাসের ফলে আমান ধানগুলো হেলে পড়েছে এবং বৃষ্টির পানিতে কেটে রাখা পাকা আমন ধান গুলো তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ার ফলে উপজেলার আমন ধান ও শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই দিনের টানা বৃষ্টি ও দমকা বাতাসে আমন ধান গুলো মাটিতে হেলে পড়েছে। হেলে পড়া ধান গুলোর নিচে বৃষ্টির পানি জমে আছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৬হাজার ২৬৫হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উপজেলার অন্তত ৭হাজার ৫০০কৃষক এই ধানের চাষ করেছেন। এছাড়া প্রায় ২হাজার হেক্টর জমিতে শীতকালীন টমেটো, বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ বিভিন্ন প্রজাতির সবজির চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ জানান, অসময়ের বৃষ্টিতে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে গেছে। এতে কিছুটা ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এছাড়াও ক্ষতি হয়েছে শীতকালীন মুলা, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতাসহ বিভিন্ন প্রজাতির সবজির। উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম বাকখালী গ্রামের কৃষক কামরুল হাসান বলেন, টানা বৃষ্টির পানিতে তার জমিতে কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এছাড়াও পানি জমেছে তার টমেটো ক্ষেতে একই কারণে জমির আইলে লাগানো শিমের ফুল ঝরে পড়েছে। তাই ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ