নক্ষত্র জ্বলা রাত
প্রদীপ দত্ত
ডাকাতিয়া বিলের মাঝখান দিয়ে শুনশান বাতাস বয়ে যাবার সময় কানেকানে বলে যায়..
ফিরেআস আমার দীগন্ত সীমানায় শুয়েপড় রাতের চাদর পেতে..।
ভরা পূর্ণিমার রাতে একদিন ঠিকই তোমার হব।
ভোরের কুয়াশা ভেদ করে উড়ে আসে বালিহাঁস
ফাঁদপাতা দড়ি পায় হাটে
ঝরে পড়ে টুকরো চাঁদ
সারা রাত জ্বলে জ্বলে।
তখনও নিবু নিবু জ্বলছিল
সহস্র নক্ষত্র।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ