সীতাকুণ্ডে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার জন নারী জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। চার ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন, মিসেস সুলতানা বেগম (সফল জননী), রাশেদা আক্তার (সমাজ উন্নয়ন নারী), তানজিনা আক্তার মিলি (অর্থনৈতিক ভাবে সফল নারী) ডাঃ উম্মে হানি (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা প্রকৌশলী অফিসার গোলাম মোস্তফা, সীতাকুণ্ড সমিতি চট্রগ্রাম এর ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ইউসুফ শাহ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মানিক, নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন গিয়াস উদ্দীন, লায়ন মোহাম্মদ বেলাল হোসেনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ