বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল্লাহিল কাফির ইন্তেকাল
বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল্লাহিল কাফির ইন্তেকাল
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিশিষ্ট চিকিৎসক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ এর পিতা ডাঃ আব্দুল্লাহিল কাফি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি দীর্ঘদিন হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত তিনটা ২০ মিনিটের দিকে চট্রগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মরহুম ডাঃ এম এ কাফি মুক্তিযুদ্ধের সংগঠক ও শিক্ষাবিদ মরহুম এম এ মামুন এর ছোট ভাই। এদিকে ডাঃ এম এ কাফি’র মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জ্ঞাপন করেছেন। বাদে আসর মরহুমের নামাজের জানাযা উনার গ্রামের বাড়ী ৮নং সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় অনুষ্ঠিত হবে।