অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
আরজুন নাহারঃ
চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন নগরীর ২৯নং ওয়ার্ড এর আর বি মাঠ সংলগ্ন ১১ ডিসেম্বর শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানান এম. এ. লতিফ এমপি। অগ্নিকান্ডে ২৫টি বসতবাড়ী ভস্মীভূত হয়। অগ্নিকান্ডে কোন প্রাণহানী না হওয়ায় এমপি মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। জননেতা এম. এ. লতিফ এমপির পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা ও ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন। নেতৃবৃন্দরা এম.এ. লতিফ এমপি’র পক্ষ থেকে পশ্চিম মাদারবাড়ী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, মশারী ও ১০ কেজি চাল বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে এম.এ. লতিফ এমপি’র মত জনগণের কল্যাণে রাজনীতি করার পরামর্শ দেন। এম.এ. লতিফ এমপি’র পক্ষে মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া ত্রান সামগ্রী বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মাহামুদুল হক মুন্না, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি রাশেদ জোবায়েরী, ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক জি.এস. সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রলীগের ও গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান, পশ্চিম মাদারবাড়ী শেখ রাসেল স্মৃতি সংসদ’র সভাপতি কামরুজ্জামান, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়মসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুনঃ