উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ মিলনয়াতনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উওর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও পৌরসভা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম জয়নাব বিবি। অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিয়াব উদ্দীনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ব্যক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা এ বছর ঘটেছে।যেটি হচ্ছে প্রথমত আমাদের স্বাধীনতার সূর্বণজয়ন্ত্রী। আমাদের বিজয়ের সূর্বণজয়ন্ত্রী এবং বিজয়। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা ব্ঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই দিনটি ঘিরে বাংলাদেশ আর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আর সন্ধীক্ষণে উপস্থিত হয়েছি। আজকের এই দিনে আপনাদের কে সম্মানিত করতে পেরে সংবর্ধীত করতে পেরে আমরা নাগরিক হিসাবে অত্যন্ত গৌরবান্বিত এবং অহংকারবোধ করছি। আজকে আমাদের ভাববার সময় এসেছে। আমরা কেন বিজয়টাকে এনেছিলাম। কেন বিজয় আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। অপরিহার্য হয়েছে এ কারণে আমাদের দীর্ঘদিনের শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা এবং এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করবার লক্ষে আমাদের বিজয় অনিবার্য ছিল।

নিউজটি শেয়ার করুনঃ