ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকান্ডের প্রতিটি ক্ষেত্রে সমান অবদান রেখে যাচ্ছেন নারী উদ্যোক্তারা
আরজুন নাহারঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে ১৫ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী শহীদ শাহজাহান মাঠ, আমবাগান রোড, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত বিজয় উৎসবের ২য় দিন ১৬ ডিসেম্বরে আলোচনা অনুষ্ঠান, ব্যান্ড-শো, ফ্যাশন-শো এবং নৃত্যানুষ্ঠানসহ নানান কর্মসুচিতে মুখর ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি, সংরক্ষিত আসনের প্রাক্তন সাংসদ চেমন আরা তৈয়ব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সময়ে এদেশের নারী জাগরণের সৃষ্টি হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশের নারীরা এখন সংসদের স্পীকার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করছেন।

একইভাবে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকান্ডের প্রতিটি ক্ষেত্রে সমান অবদান রেখে যাচ্ছেন।চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের কর্মকান্ডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী’র নাম। তিনি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদেরকে সুসংগঠিত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন। এখন বাংলাদেশের যে কোন অঞ্চলের তুলনায় চট্টগ্রামের নারী উদ্যোক্তারা অনেক বেশী অগ্রগামী। তিনি বলেন, নারী উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে সমান অবদান রেখে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক শারমিন আক্তার বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে এখন নারীরা অনেক বেশী সম্পৃক্ত হচ্ছেন। বিশেষ করে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে যেভাবে নারীরা এগিয়ে এসেছে, যার প্রতিফলন আমরা সহসাই জাতীয় অর্থনীতিতে দেখতে পাব। মাননীয় প্রধানমন্ত্রী নারীদের প্রতি অনেক বেশী সহানুভূতিশীল। যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা সহ প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য সরকারীভাবে আলাদা কর্মসুচি রয়েছে। আমি চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উত্তোরোত্তর সাফল্য কামনা করছি। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা নারীরা নিজেদের ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি জাতির জনকের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহন করেছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে সফলভাবে আমারদের এই আয়োজনকে সমাপ্ত করতে পারব এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ গ্রহনে সাহস যোগাবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে এর ক্রীড়া সংগঠক কাজী আনোয়ারুল হক (হনি) এবং বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদ এর সাধারণ সম্পাদক এস. কে. বারী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান। এছাড়াও বিকাল সাড়ে ৪ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সরাসরি মুজিব বর্ষের শপথ গ্রহন অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কসার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট, পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ শপথ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ