নরসিংদীর রায়পুরা চরে চাচার ছুরিকাঘাতে প্রবাস ফেরত ভাতিজা খুন
বোরহান মেহেদী,নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা চর আড়ালিয়াতে পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আপন চাচা ইলিয়াসের ছুরিকাঘাতে ভাতিজা সেলিম (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার ১৮ ডিসেম্বর দুপুরে এ ঘঠনা ঘটে। ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণ একদিন পর রবিবার ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হাসপাতালে তার মৃত্যু ঘটে।

জানা যায়, সেলিমের বাবার বড় ভাই আবুল বাদশার মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল চাচার সাথে দীর্ঘদিন ধরে, তার জের ধরে শনিবার দুপুর ৩ টার দিকে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ইলিয়াস তার বড় ভাইয়ের ছেলে সেলিম কে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে এলাকা বাসী তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউ লাইফ হাসপাতালের প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ১৯ ডিসাম্বর ভোর ৪ টায় সেলিম মারা যান। নিহতের পরিবার জানান, নিহত সেলমি নরসিংদী জেলা রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন চর আড়ালিয়া গ্রামের এলাকার আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে গত ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন। গত শনিবার দুপুরে পারিবারিক দ্বন্দের জেরে চাচা ইলিয়াস তাকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে রবিবার ১৯ ডিসেম্বর ভোরে তিনি মারা যান। চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে আপন চাচা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। আর এতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম নিহত হন। রায়পুরা থানার হাসনাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি, তবে পুলিশ এ ব্যাপারে কাজ করছে।

নিউজটি শেয়ার করুনঃ