রাসুল (দ.) এর পদাঙ্ক অনুসরণে উভয় জগতের শান্তি ও মুক্তি নিহিত
ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
মুসলিম জনগোষ্ঠী আজ নানা মতবাদে বিভক্ত হয়ে পড়েছে। ভ্রান্ত ধারণা ও মনগড়া মতবাদের বেড়াজালে আবদ্ধ হয়ে সাধারণ মুসলমানদের মধ্যে ফিৎনা ফ্যাসাদ সৃষ্টি করছে। এমতবস্থায় ইসলামের মূল দর্শন সুফিবাদের আদর্শে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথে মতে অটল ও অবিচল থেকে নিজেদের একজন সত্যিকার মুসলমান হিসাবে তৈরি করতে হবে। ১৮ ডিসেম্বর শনিবার ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাজী মোশার্রফ আলী প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে ৩২তম আজিমুশান বিশাল সুন্নি সম্মেলন বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে তরিক্বত আল্লামা ছৈয়্যদ মু্হাম্মদ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ্ কাদেরীর সঞ্চালনায় সুন্নি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার সিনিয়র আরবী প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী।

প্রধান আলোচক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা শায়খ আব্দুল মোস্তাফা রাহিম আযহারী। বিশেষ বক্তা ছিলেন মুজাহিদে মিল্লাত হযরতুলহাজ আল্লামা মুফতি আব্দুল আজিজ রেজভী, আল্লামা ইদ্রিস আনসারী, আল্লামা হারুনুর রশীদ নক্সবন্দি, ওমর ফারুক আজমী, মওলানা সরোয়ার আলম কাদেরী, মওলানা মহিন উদ্দিন আরজু, মাওলানা নঈমুল হক নঈমী, মাওলানা কুতুবউদ্দিন রেজভী, মওলানা ইকবাল হোসেন কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ্ব এ.কে.এম বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন ১৮নং ধর্মপুর নবনিবার্চিত ইউ.পি চেয়ারম্যান মাহমুদুল হক, ইউ.পি সদস্য শহিদুল ইসলাম আকাশ, বিশিষ্ট সমাজসেবক ইউনুস চৌধুরী, আল্লামা মুছা আলকাদেরী, ব্যবসায়ী আলহাজ্ব আবু আহমদ সওদাগর, মাওলানা আব্দুল মন্নান আনছারি, সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বী, মাওলানা মহিন উদ্দিন রেজা খাঁন, মাওলানা হাকেমী, মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা জাহেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন সমাজ সেবক ইলিয়াস, নাসির উদ্দিন, প্রবাসী জমির উদ্দিন, পরিষদের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মানিক, শফিউল আজম, মুহাম্মদ রফিকুল আলম, মাওলানা সরোয়ার কাদেরী, হাফেজ নুরুচ্ছাপা, মওলানা নাজিম রেজভী, মাওলানা কুতুবউদ্দিন রজভী, মাওলানা শহিদুল আজম, ওমর ফারুক আমান, ডা. আহমেদ শরিফ মানিক, জাহাঙ্গীর কন্টেক্টার, ব্যাংকার জাহেদ আসিফ, মজাহার রিয়াদ, ইসমাঈল হোসেন মাহিন, পিয়ারুল ইসলামসহ পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। মিলাদ কিয়াম শেষে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌল্লাহ ( মু.জি.আ)।

নিউজটি শেয়ার করুনঃ