উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (র.) ছিলেন শাহানশাহ হক ভাণ্ডারীর (ক.) আদর্শে উজ্জীবিত মহীয়সী এক নারী
হোসেন মিন্টুঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ), বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) এর ৯৩ তম খোশরোজ শরিফ ও উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম (র) স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল ২০ ডিসেম্বর নগরীর এল জি ই ডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট নিয়ন্ত্রিত অধ্যাত্মিক সংগঠন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন চ.বি. এর অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল হক, একুশে পদক প্রাপ্ত কবি শেখ খুরশিদ আনোয়ার, বোয়ালখী পৌরসভার মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম, মুফতি গোলাম মওলা এবং মাওলানা মুজিবুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান বাবুল, নুরুল কবির নুরু, এস এম শাহাবুদ্দিন, আশরাফুজ্জামান আশরাফ, আশারাফ উদ্দিন সিদ্দিকী, মেজবাহ উদ্দিন, মোঃ রেজাউল করিম রুবেল, ওমর ফারুক, এস এম কামরুজ্জামান, শফিকুল আলম, মাকসুদ আলম, কামাল উদ্দিন, শামসুল ইসলাম প্রমুখ। বক্তরা আরো বলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ হক ভাণ্ডারীর (ক) দেখানো পথ অনুসরণ করেই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সকলের কল্যাণ সাধন করা সম্ভব। এই শিক্ষা উম্মুল আশেকীনও আমাদের দিয়ে গেছেন। মিলাদ মাহফিল শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ