সীতাকুণ্ডে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে সীতাকুন্ড ও মীরসরাই আংশিক এ অবস্থিত বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র প্রদান করা হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে উক্ত বরাদ্দপত্র প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের মোট ১৮ টি মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে ৩৭ লক্ষ টাকা অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ বলেন, বিগত ৫ বছরে সীতাকুণ্ড ও মিরসরাই (আংশিক) এলাকায় রাস্তাঘাট নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও সীতাকুণ্ড উপজেলায় ৩টি মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক নির্মান ও ৪ টি শহীদ মিনার নির্মানে সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ।

এছাড়া কোভিড পরিস্থিতিতে জেলা পরিষদ তার নির্বাচনী এলাকায় ১২ শত অসহায় পরিবারকে খাদ্য সহায়তা ও শীতার্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করেছে। তিনি এসমস্ত কর্মকান্ডে সহায়তা প্রদানের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, পৌর মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বদিউল আলম জসিম, কামরুন নাহার কাকলী, ইউপি সদস্যদের মধ্যে দিদারুল আলম, শাহাদাত হোসেন, সালাউদ্দিন, রফিকুজ্জামান ও বিভিন্ন অনুদান গ্রহীতা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ