আমিই আমার ইশ্বর—প্রদীপ দত্ত
প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২১ | ৬:৪০
আমিই আমার ইশ্বর
প্রদীপ দত্ত
আমার আমিত্বের সমাধির পরে
ইশ্বর বলে চিনতে পেরেছি আমাকে
আমিই আমার ইশ্বর, পরমেশ্বর-
আমিই আমার ভাগ্য বিধাতা
আমিই আমার মনিব।
আমিই আমার ছায়া মাড়িয়ে
কর্মফলের ফলে-
সকাল, বিকাল, রাত্রি কালে
আমার মনের এপিট ওপিট
সূর্য তাপে জ্বলে, মন তখনই বলে।
ইশ্বরের জলের তলে নব জীবন চলে
সহজ সরল স্বরে, তরল গলে চলে-
মাটির গন্ধে সুবাস নিয়ে উপর দিয়ে চলে
ভীষণ তরল নীচে, বয়ে যায় তলে।
বৃক্ষ লতার গা জড়িয়ে গ্রামের মেয়ে চলে
কলসী কাখে জলে সরল মেয়ে চলে-
গা-ভাসিয়ে জলে, নদীর জলের কোলে
একটি ভোরের আলো জ্বলে ইশ্বরেরই বলে।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা