পতেঙ্গা সিবিচএ সুরক্ষিত পরিবেশ বিনির্মানে ট্যুরিস্ট পুলিশ সক্রিয়—প্রদীপ দত্ত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম শহরের পতেঙ্গা সমুদ্র সৈকতে ট্যুরিস্টের নিরাপদ পদচারণায় মুখরিত থাকে সারা বছর। গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভীড়ে পর্যটকদের কলকাকলি আর সমুদ্র পাড়ে গরম কাকঁড়া, কোরাল আর গরম পেঁয়াজুর স্বাদ নিতে লক্ষ লক্ষ দর্শনার্থী ছুটে আসে এখানে। এই পর্যটন স্থান অনন্য একারণে যে এখানে হোটেল, মোটেল খাবার ও যানবাহন একদম সস্তা আপনি সামান্য টাকায় ঘুরে আসতে পারবেন এই পর্যটন কেন্দ্র। সমুদ্রের লোনা জলে সাঁতার কেটে ক্লান্ত হলে অল্প খরচেই বিচের পাশের হোটেল গুলোতে বিশ্রাম নিতে পারবেন। স্বাদ নিতে পারবেন ভাজা সামুদ্রিক মাছের।

পুলিশ সুপার আপেল মাহমুদের নেতৃত্বে এখানে পুলিশ পরিদর্শক ইসরাফিল মজুমদার ফোনঃ০১৩২০১৫৮৮৭০ নং ২৪ ঘন্টাই ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের জন্য সকল প্রকার সেবা দিয়ে থাকে। এখানে কখনোই কোনো ধরনের পর্যটক হয়রানির ঘটনা ঘটেনি। সৈকতে বেড়াতে এসে ছোট ছোট বাচ্চা হারিয়ে গেলে খুঁজে দেয় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকদিনই সিবিচ গেলে চোখে পড়ে সেকেন্ড অফিসার প্রদীপ দত্ত তার সাথে অফিসার ফোর্সদের নিয়ে ট্যুরিস্টদের নিরাপত্তার ডিউটিতে নিয়োজিত আছেন। এখানে খাবারের মূল্য নিয়ে পর্যটক হয়রানি একদম নেই, খাবারের গন্ধ মৌ মৌ করে সৈকত, স্টক হোল্ডাররাও ভালো ব্যবহার করে ট্যুরিস্টদের সাথে। ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ আছে চড়তে পারেন স্পীডবোর্ডেও। পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে।চট্টগ্রাম শহর থেকে ২০ টাকা বাস ভাড়া বা ২০০ টাকা সিএনজি ভাড়া আর নিজের গাড়ি বা মোটরসাইকেল থাকলে সরাসরি পৌঁছাতে পারবেন এ ঐতিহাসিক সমুদ্র সৈকতে।

নিউজটি শেয়ার করুনঃ