কুমিরা থেকে নিখোঁজ হওয়া দুই বান্ধবীকে উদ্ধার করেছে র্যাব-৭
কুমিরা থেকে নিখোঁজ হওয়া দুই বান্ধবীকে উদ্ধার করেছে র্যাব-৭
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে নিখোঁজ হওয়া দুই স্কুল বান্ধবীকে প্রায় দেড় মাস পরে কুমিল্লার চান্দিনা থেকে উদ্ধার করেছে র্যাব-৭। সোমবার (২৭ডিসেম্বর) দুপুরে তাদেরকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল। তবে কিভাবে কি অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে তা তাৎক্ষণিক জানায়নি।
উল্লেখ্যঃ গত ১৩ নভেম্বর উপজেলার কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আর বাসায় ফিরেনি। নিখোঁজ দুইজন হচ্ছে তামান্না আকতার (১৭)ও অর্পা মল্লিক(১৬)। দুইজনই কুমিরা লতিফা সিদ্দীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তামান্না আক্তার উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টার পাড়ার ফোরক মিস্ত্রীর বাড়ির মৃত মাসুদ মিয়ার কন্যা আর অর্পা মল্লিক একই ইউনিয়নের ছোট কুমিরা ৩নং ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের কন্যা।