গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরা—ডা. শেখ শফিউল আজম
আরজুন নাহারঃ
বিএমএ’র কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিট’র ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম খবর বাংলা টোয়েন্টিফোর ডট নেট এর প্রধান উপদেষ্টা মনোনীত হওয়ায় খবর বাংলা টোয়েন্টিফোর পরিবার’র পক্ষে এক সংবর্ধনা নগরীর মুরাদপুরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান উপদেষ্টা ডাঃ শেখ শফিউল আজম’কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন খবর বাংলার কর্মকর্তাগণ। সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরা গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেও যারা এখনও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চলছে তাদের মুকোশ জনগণের কাছে উম্মোচন করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান। এছাড়া সংবাদপত্র জগতেও রাজনৈতিক নেতাদের মত হাইব্রিড সংবাদ কর্মীদের কারণে অনেক পেশাগত সাংবাদিকরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়। তাই সংবাদপত্রের সংশ্লিষ্ট সকলকে দায়িত্বপালনে দেশ ও দেশপ্রেমের কর্মী হয়ে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানান।

খবর বাংলা টোয়েন্টিফোর’র সম্পাদক ও প্রকাশক মোঃ মাহবুবুল আলম’র সভাপতিত্বে বার্তা সম্পাদক সুজন চৌধুরীর সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম আতিক উল্লাহ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক গোলাম সারওয়ার চৌধুরী, সহ-সম্পাদক লিটন দাশ শিবু। রাঙ্গুনিয়া প্রতিনিধি মোঃ মুজিবুল্লাহ আহাদ, ফটিকছড়ি প্রতিনিধি নুরুল আবছার নুরী, পটিয়া প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব, সীতাকুণ্ড প্রতিনিধি জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন প্রাইমারি চিকিৎসক সোসাইটির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, এমআরকে রুবেল, প্রান্তিক দাশ, সালমান রহমান, রাকিবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে খবর বাংলা’র প্রধান উপদেষ্টা ডা. শেখ শফিউল আজম’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ