সীতাকুণ্ডের সৈয়দপুরে নবগঠিত পরিষদ এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের নবগঠিত পরিষদ এর দায়িত্ব গ্রহণ উপলক্ষে মতবিনিময় সভা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩জানুয়ারী) সকাল ১০টার দিকে ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম মামুন ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ১নং সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি ডাঃ আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সৈয়দপুর ইউনিয়ন আঃলীগের সাবেক সদস্য কামরুল এনাম সিদ্দিকী, বাড়বকুণ্ড সি সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্জিত রেড্রী, উপজেলা আঃলীগের সাবেক তথ্য ও প্রচার সম্পাদক বোরহান উদ্দীন, উপজেলা আঃলীগের সাবেক প্রভাবশালী সদস্য আকবর হোসেন রিজভী, ইউনিয়ন আঃলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক নওশা, ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মোঃইউছুপ, ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলাউদ্দীন, ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দুল হক ও সাধারণ সম্পাদক মোঃনিজাম উদ্দীন, ৭নং ওয়ার্ড আঃলীগের সভাপতি মৃদুল কান্তি দাশ, ৮নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ইকবাল হোসেন, ৯নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক সাকাওয়াত হোসেন মিঠু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামশেদ আলম, ৩নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোশারফ হোসেন রিপন, ৪নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃসাহাবউদ্দীন, ৫নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ ফজলুল হক, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান, ৭নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম নিজামী, ৮নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড আঃলীগের সভাপতি ও ইউপি সদস্য এবং মিরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ সজল কুমার শীল, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা খালেদা আক্তার শিপু, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা জেসমিন আক্তার বিউটি, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সদস্যা হালিমা আক্তার, ১নং সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ঈমাম/মোয়াজ্জেমবৃন্দ, সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পুরোহিতবৃন্দ, সৈয়দপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর ইউনিয়নের সমাজসেবক আলহাজ্ব আবু তাহের, আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক জিএম আবুল কাসেম, হারুন আর রশিদ, আলমগীর নিজামী, সৈয়দপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধার কমান্ডার জহিরুল ইমলাম, সৈয়দপুর ইপসা ব্রাঞ্চের এরিয়া ম্যানাজার মহিউদ্দীন, ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আনা মিয়া, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরউদ্দীন সানিয়া, ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বুলবুল, সৈয়দপুর ইউনিয়নের বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি সাইফুল ইসলাম নিজামী, সৈয়দপুর ইউনিয়নের ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ সৈয়দপুর ইউনিয়ন এবং ওয়ার্ডের আঃলীগের, যুবলীগের ছাত্রলীগের বিভিন্ন নেতাকৃর্মিবৃন্দ ও সৈয়দপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, তৃত্বীয় বারের মত আমাকে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।সাথে সাথে মিরসরাই আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইন্ঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, চট্টগ্রাম উওর জেলা আঃলীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল্লা আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুনসহ আমার ইউনিয়ন ও ওয়ার্ডের তৃণমূলের নেতাসহ ওয়ার্ড আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, সকল প্রকার বেদাবেদ ভুলে সৈয়দপুর ইউনিয়নের উন্নয়নের লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এক সাথে কাজ করবো। ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো এই পাঁচ বছরে শেষ করবো যদি আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেন। আর আমার কাজে যদি কোন ভুল হয় তাহলে সাথে সাথে আপনারা আমাকে সে ভুলটি ধরিয়ে দিয়ে সংশোধন করার সুযোগ দিবেন।

নিউজটি শেয়ার করুনঃ