সীতাকুণ্ডে সাড়ে পনেরো হাজার লিটার বিটুমিনসহ গ্রেফতার তিন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাড়ে ১৫ হাজার লিটার চোরাই বিটুমিনসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাতে সীতাকুণ্ড মডেল থানার বাংলাবাজার এলাকার একটি তেলের ডিপুতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদরঘাট থানার পশ্চিম মাদাড়বাড়ির মোঃ ইউসুফের পুত্র মোঃ ইরফান (২৩), সীতাকুণ্ড মডেল থানার বাংলাবাজার বাইপাস এলাকার মৃত মুনছুর আহম্মদের পুত্র মোঃ ইসরাফিল হাসান (২৩) ও আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার মৃত আব্দুল সোবাহানের পুত্র মোঃ শাহআলম (৬২)। মঙ্গলবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

অভিযানের বিষয়ে র‍্যাব জানায়, বিটুমিন চোরাকারবারীর একটি সিন্ডিকেট সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোরাইকৃত তেল কম দামে কিনে বেশি দামে বিক্রয় করে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব-৭ চট্টগ্রাম। তারই ধারাবাহিকতায় সোমবার উপজেলার বাংলাবাজার এলাকার সুকতার মোড়ে একটি বিটুমিনের ডিপুর সন্ধান পায়।সেই ডিপুতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই বিটুমিন ও তা সংরক্ষণের বিশাল একটা পাত্র জব্দ করে র‍্যাব। এ সময় ঐ ডিপু থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ