চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার রূপসা মাল্টিপারপাসের চেয়ারম্যান প্রতারক মুজিব গ্রেফতার
ইপিজেড থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৬ জানুয়ারী
রূপসা মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মজিবুর রহমান কোম্পানি (৫০) গ্রাহকের একাধিক মামলায় ইপিজেড থানা কর্তৃক গ্রেফতার। গ্রেফতার হলেও জামিনে বের হয়ে একই প্রতারণা করে থাকেন গ্রাহকদের সাথে এ আশংকা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। যাতে জামিনে বের হতে না পারেন সে ব্যবস্থা চাচ্ছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। হাজারো গ্রাহকদের টাকা আত্মসাৎ করে এরা গাড়িবাড়ির মালিক বনে যাওয়া এক সময়ের রিক্সার কোম্পানী, শ্রমিক নেতা মজিবুর রহমান কোং (৫০)।

হাজার হাজার গ্রাহকের টাকা আত্মসাৎ করতে স্থানীয় সরকার দলীয় নেতাদের নামে-বেনামে সুবিধা দিয়ে, উপদেষ্টা পদ দিয়ে ধেতারসে প্রতারণা করে রূপসার মুজিব, জাকির, রাসেল, এজাজ সহ আরো কয়েকজন সংবাদ কর্মী পরিচয় দিয়ে মুজীবদের রক্ষায় ব্যস্ত ছিলেন। একাধিক ব্যাক্তিকে কমিশন দিয়ে গ্রাহকদের থেকে টাকা সংগ্রহ করে আজ তারা গ্রাহকদের টাকা দিয়ে দিচ্ছি বলে তালবাহানা করছেন। নতুন নতুন জায়গায় অফিস করে নব কৌশলে গ্রাহকদের টাকা হাতানোর চেস্টা করছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ইপিজেড থানা ও চট্টগ্রাম কোর্টে রয়েছে। বিগত সময়ে থানা ম্যানেজ করে তারা বাহিরে ঘুরাফেরা করে বা থানায় গ্রাহকের মামলা নেয় না ধারণা গ্রাহকদের মধ্যে থাকলেও বর্তমান ওসি ইপিজেড থানা কবিরুল ইসলাম বলেন, আগে কে কি করছে তা আমার জানা নেই তবে বর্তমানে কোনো গ্রাহক ভুক্তভোগী আমাদের কাছে মামলা দিলেই প্রয়োজনীয় ব্যাবস্থা নিব। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল বাশার বলেন, ইপিজেড থানা সর্বসাধারণের জন্য কাজ করতে চাই, গ্রাহকেরা নির্ভয়ে আমাদের কাছে এসে অভিযোগ দিতে পারবেন। থানায় আসার পর থেকে নথিপত্র সূত্রে জেনে ছি, রূপসার কর্তাদের বিরুদ্ধে বিগত১/২বছর আগে দুদক সহ কয়েকটি আইনীসংস্থার অভিযানে প্রচুর নগদ টাকা জব্ধ করে ইপিজেড থানায় জিম্মি রাখেন। পরে তা পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রূপসাকে গ্রাহকদের নিকট ফেরত দিতে দিলেও তা ফিরিয়ে দেয় নি তারা। আর বছর ২/১ এর মধ্য গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে রূপসার দায়িত্বশীলদের আটক করা হচ্ছে। এক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন হওয়ার কথা তিনি বলেন। মানুষ অতি লোভে পরে বেশি মুনাফার আশায় অবশেষে তাদের সর্বোচ্চ হারায়। এ প্রতিবেদন লেখার পূর্ব পর্যন্ত চেয়ারম্যান মজিবুর রহমান কে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ