চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেয়ার মতো সক্ষমতা অর্জনে কাজ করতে হবে
হোসেন মিন্টুঃ
‘চতুর্থ শিল্পবিপ্লবের’ নেতৃত্ব দেয়ার মতো সক্ষমতা অর্জনে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনে আমাদের কাজ করে যেতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবটিকস, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে আমাদের জোর দিতে হবে। স্টার্ট আপের মত নতুন উদ্ভাবনের পথে একযোগে কাজ করতে হবে, তাহলেই আমরা এগিয়ে যাব।’ আজ (৬জানুয়ারি) বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে বেস্ট ওয়েস্টার্ন এলায়েন্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন আয়োজিত এক সেমিনার ও ওয়ার্কশপে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চট্টগ্রাম উইম্যান চেম্বারের পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ।

এসময় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন তরুণ উদ্যোক্তা সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখছে। চট্টগ্রামের আধুনিক প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে ও দক্ষ মানবসম্পদ গঠনে এই সংগঠন কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে আসছে চতুর্থ শিল্পবিপ্লব। এখানে আছে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌতজগৎ ও ডিজিটাল-জগৎ এবং জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইতোমধ্যে বিশ্বমানের ৩৯টি হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে। এসব পার্কে যথেষ্ট কর্মসংস্থানের পাশাপাশি ডিজিটাল অবকাঠামো উন্নয়ন হবে। স্টার্টআপদের জন্য বিশাল সুযোগ রয়েছে এই সেক্টরে।অনুষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের টেকসই ই বিজনেস প্রশিক্ষণ নিয়ে জয় বাংলা এওয়ার্ড অর্জনকারী আরাফাতুল ইসলাম আকিব ও রিমা ইসলামের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আখতারুজ্জামান সরকার মিঠু। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, র‌্যাংকস এফসি প্রোপার্টিস লিমিটেড প্রধান নির্বাহী তানভীর শাহরিয়ার রিমন, রোটারি ক্লাবের অব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলম, এট উইমেন্ট এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, আবদুল আহাদ, জাহিদ হাসান, নিজাম উদ্দীন প্রমুখ। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম বারের মতো ২০০ জন আইডিয়াবাজ তরুণ-তরুণী ও উদ্যোক্তাদের সাথে নিয়ে বাংলাদেশ অনলাইন ইন্টারপ্রেইনার এসোসিয়েশন সফলভাবে আয়োজন করেছে। “রোড টু সাসটেইনেবল ই-বিজনেস ২০২২”। দিনব্যাপী কর্মশালায় হাতে-কলমে শেখানো হয়েছে কিভাবে একটা আইডিয়া থেকে বিশ্ব পরিবর্তন ও বিলিয়ন ডলারের বিজনেস এ রূপ দেওয়া যায় ।

নিউজটি শেয়ার করুনঃ