বান্দরবান প্রেসক্লাবকে লিগ্যাল নোটিশ সদস্য নিয়োগে অনিয়ম
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান প্রেসক্লাবে অস্বচ্ছ, বেআইনি, তর্কিত, নিয়মনীতি বর্হিভূত সদস্য নিয়োগ করায় ০৬/০১/২০২২ প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম (মনু) এবং সাধারণ সম্পাদক মিনারুল হককে দি গুড মনিং, চট্টলার আলো ও অপরাধ অনুসন্ধান পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি রিপন চক্রবর্তীর পক্ষে বান্দরবান জজ কোর্ট এর অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে জানা যায় গত ০৬/১০/২০২১ প্রকাশিত দৈনিক প্রথম আলো, চট্টগ্রাম সংসকরণে বান্দরবান প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তির বিজ্ঞপ্তি প্রচারিত হয়। বিজ্ঞপ্তির শর্ত পূরণ করেও দি গুড মর্নিং, চট্টলার আলো এবং অপরাধ অনুসন্ধান পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি রিপন চক্রবর্তী আবেদন করেন কিন্তু বিগত ০২/০১/২০২২ মিনারুল হক, সাধারণ সম্পাদক বান্দরবান প্রেস ক্লাব স্বাক্ষরিত সদস্যভুক্তির তালিকা প্রকাশ করেন। উক্ত তালিকায় নাম না দেখে দি গুড মর্নিং, চট্টলার আলো এবং অপরাধ অনুসন্ধান প্রত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি রিপন চক্রবর্তী নিয়োগ প্রক্রিয়া ও সদস্য অন্তভূক্তির বিষয়ে বারবার জানতে চেষ্টা করলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক কোন সদুত্তর দিতে পারেননি।

আইনজীবি উবাথোয়াই মার্মা জানান, বান্দরবান প্রেস ক্লাবে সদস্য অন্তর্ভূক্তি না করার কারণ আমার মক্কেলকে জানাতে হবে। সদস্য নিয়োগে যে যোগ্যতা চাওয়া হয়েছে সকল যোগ্যতা আমার মক্কেলের রয়েছে। তবুও তাকে সদস্য না করায় আইনের ব্যত্যয় ঘটেছে এবং তাঁর অধিকার লঙ্ঘিত হয়েছে। যতক্ষণ তাকে সদস্য অন্তর্ভূক্তি করা হবে না ততক্ষণ আমার মক্কেল আইনি লড়াই চালিয়ে যাবে। লিগ্যাল নোটিশের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রিপন চক্রবর্তী বলেন, আমাকে প্রেস ক্লাবের সদস্য অন্তর্ভূক্তি না করার বিষয়ে বারবার জানতে চাইলে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক কোন সদুত্তর না দিয়ে, স্বাক্ষাত করতেও অনীহা প্রকাশ করেন। যার দ্বারা প্রমাণিত হয় যে, প্রেস ক্লাবের সদস্য নিয়োগ অস্বচ্ছ ও নিয়মনীতি বহির্ভূত ঘটনা। তাই আমি নিয়োগ প্রক্রিয়া ও সদস্য অন্তর্ভূক্তির সর্ম্পকে জানতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুনঃ