৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী 2nd Bangladesh CMSME Trade Fair
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীতে ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার বিকাল ৪.০০ টায় বাংলাদেশ রেলওয়ে শহীদ শাহজাহান মাঠ, আমবাগান রোড, পাহাড়তলী, চট্টগ্রামে শুরু হয়েছে 2nd Bangladesh CMSME Trade Fair ২০২২. ঈগঝগঊ খাতে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো ঊচই, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (FBCCI), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত SME Foundation, জুট ডাইভারর্সিফিকেশন প্রমোশান সেন্টার (JDPC) এর সহযোগিতায় আয়োজিত এই মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। 2nd Bangladesh CMSME Trade Fair ২০২২ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ বারাব বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিজম বাংলাদেশ এর সাবেক টিম লিডার আলী সাবেত।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন 2nd Bangladesh CMSME Trade Fair ২০২২ এর চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ফার্ষ্ট সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নুরজাহান রোজী-সহ পরিচালক, সদস্য এবং চট্টগ্রাম-সহ দেশের অন্যান্ন জেলা থেকে আগত উদ্যোক্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার ঐহিত্য দেশীয় নৃত্য, “শাড়ীতে নারী আমারাও পারি” থিমের উপর দেশীয় শাড়ীতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্যদের অংশগ্রহনে আকর্ষণীয় ফ্যশান-শো করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বিটিশ বিরোধ আন্দেলনে চট্টগ্রামের প্রতিবাদী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার এর সম্মানে ও স্মরণে “প্রীতিলতা চ্যালেঞ্জ এ্যাওয়ার্ড ২০২২” এ রাজনীতিতে সাবেক সাংসদ সাবিহা নাহার বেগম, সংস্কৃতিতে শারমীন হুসাইন, ব্যবসায় লতিফা হক লুসি, সমাজসেবায় সেরিনা তাহের এবং ক্রীড়া ও স্বাস্থ্যসেবায় কামরুন নেসা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ