নিন্দুকের চোখে ভালবাসা
প্রদীপ দত্ত
অথচ তুমি জাননা কত বদলে গেছি আমি
তোমার চোখের তারায় চকমকি ভালবাসা
হৃদয়ে তুফান ওঠে ঢেউ জাগে জোয়ারের
তুমি শুধু কামনা ভাবো অবিসংবাদিত সময়ের হাত ধরে হেটে চলি সে সব পথে ঢেউ ভাঙ্গে
ওভাবে ভেবনা আমায় তুমি এক
শুদ্ধতার প্রতীক নিয়ে আস
আমি তোমাতে হব বিলীন
তুমি আমাতে।
সেসব সময়ের সন্তানেরা নবজাতক হয়ে
বেঁচে রবে পৃথিবীর গা’য়।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ