মানুষের কল্যাণ সাধন করতেই গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করা হয়েছিল
চান্দগাঁও থানা প্রতিনিধিঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্ বলেছেন, নবী বংশের উজ্জ্বলতম প্রদীপ হয়রত হাফিজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর নির্দেশনায় মানুষের কল্যাণ সাধন করতেই গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছিল। করোনা মহামারীর মতো ক্রান্তিকালে মানবতার পাশে দাঁড়িয়ে গাউসিয়া কমিটি হযরত তৈয়্যব শাহ (রহ.) এর দূরদৃষ্টির সার্থক রূপায়ন করেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতব্যক্তিদের জাত-ধর্ম বিবেচনা না করে দাফন কাফন কার্যক্রম করে গাউসিয়া কমিটি মহান সূফিদের অসাম্প্রদায়িক চেতনার রূপের সাথে সমাজকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে।

অস্থায়ী কার্যালয় নূর কম্প্লেক্সে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন চান্দগাঁও থানার ৪নং ওয়ার্ডের বাহির সিগনাল শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সহ সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জালাল উদ্দীন মানিক। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। কাউন্সিলে সর্বসম্মতিতে মুহাম্মদ নুরুল আজিমকে সভাপতি, শেখ মুহাম্মদ নেজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ গোলাম মায়েলকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ মিজানুল হোসাইনকে অর্থ সম্পাদক, হাফেজ মাওলানা শাহ নেওয়াজকে দাওয়াতে খায়ের সম্পাদক, মুহাম্মদ নাসির উদ্দীনকে প্রচার সম্পাদক, মুহাম্মদ ফোরকানকে দপ্তর সম্পাদক, মুহাম্মদ আলমকে সমাজ সেবা সম্পাদক, মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ